গানের নামে,,,রাসুলের শানে চরম মিথ্যাচার 😠 || Ganer name,, rasul shane chorom mitthachar 😡

 গানের নামে_রাসুলের শানে চরম মিথ্যাচার -Ganer name  rasul shane chorom mitthachar






আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ,
কেমন আছেন সবাই ।

আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন সবাই ,
তো চলুন আগে একটি গান শুনে নেওয়া যাক ।


এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে ,
জিব্রাইল আসিয়া তারে বলে ভিনয় করে ,
ডেকেছেন আল্লাহ পাকে ,
মেরাজ হবে আপনার সাথে ,

এই গানের আর বেশি কিছু শোনার দরকার নেই ,
এখানে বলা হচ্ছে ,
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ,
মেরাজে গিয়েছিলেন তিনি উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন ।
উম্মে হানি একজন মহিলা যিনি আল্লাহর রাসূলের স্ত্রী না ,
তার কোন আত্মীয়-স্বজন হন না ।
নাস্তিক রা আমাদেরকে প্রশ্ন ? করে ,
হাজার বার আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি ,
যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মে হানির ঘরে ঘুমানো ছিল ?
তোমাদের নবী উম্মে হানির ঘরে ঘুমানো ছিল ?
উম্মে হানি তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী না ।
তার ঘরে রাসূল কেন ঘুমিয়ে ছিল ? 
এবং সেখান থেকে তিনি কেন মেরাজে গিয়েছিলেন ? 
কত বড় জঘন্য প্রশ্ন নাউজুবিল্লাহ
হি মিনঞ্জালেিক ।
এটা একেবারে ডাহা মিথ্যা কথা ।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন না ।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে বলছেন ,



পড়েছ তুমি ?
তুমি যে গান গাইলা ,
তুমি যে ওয়াজের মঞ্চে ওইটা বললা ,
উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো ছিল ।
তুমি কি এই আয়াত পড়েছ ?
এই আয়াতের অর্থ হচ্ছে ,
হে নবী আমি আপনাকে মেরাজ করিয়েছি ।
মসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত ,
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে ঘুমানো ছিলেন ,
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে ঘুমানো ছিলেন ,
অর্থাৎ কাবা ঘরে ঘুমানো ছিলেন ।
সেখান থেকে জিব্রাহিল আলাইহি ওয়াসাল্লাম তাকে ,
নিয়ে গিয়েছিলেন মসজিদুল আকসাতে ,
পবিত্র কুরআনের স্পষ্ট দলিল ।


আর তুমি গান বানাইছ যে 
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিল ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ,
উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন না ,
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাবার হাতিমে ঘুমানো ছিলেন ।

বারবার করে বলতেছি এক কথা ,
তুমি ইসলামের ক্ষতি করতেছো ।
তোমরা এই গান গেয়ে এই গান শুনিয়ে ইসলামের ক্ষতি করছো ।
তোমরা নাস্তিকদের কাছে আমাদের কে ছুটো করছো ।
তোমাদের তো কেউ প্রশ্ন করেনা ?
তোমাদের কাছে আসবে কেন ?
তোমাদের মাথার মধ্যে তো কিছুই নেই ।
এজন্যই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
তোমরা অপমান কর ,
ছোট করো ।


আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে ,
সেটা হচ্ছে যারা ইসলাম সম্পর্কে জানে ।
বাংলাদেশে অনেক বড় বড় আলেম-ওলামারা আছেন ,
বড় বড় ইসলামিক স্কলাররা আছেন্‌
আপনারা তাদের বক্তব্য শোনেন  ।
এসব গান আর এইসব গজল শুনে আপনাদের ঈমান নষ্ট কইরেন না ।
এগুলি বলা মানে ঈমান নষ্ট করা ।
আমাদের ঈমান নষ্ট হয় এতে জানেন 
আপনি কত বড় ঈমানের ক্ষতি করছেন  ।
নাস্তিকরা সুযোগ পায় এতে ,
নাস্তিকদের প্রশ্ন এটা 
নাস্তিকরা আমাদেরকে ঘায়েল করার জন্য এগুলো বেছে নেয় ।
আপনারা বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদের বক্তব্য শোনেন ,
আপনি বুঝতে পারবেন ।
এখন তো দুনিয়া হাতের মুটই ,
আপনি google এ চার্জ করে দেখতে পারবেন্ ,
ইউটিউবে গেলে আপনি সবার বক্তব্য পেয়ে যাবেন ,
আল্লাহতালা আমাদেরকে বুঝার এবং জানার তৌফিক দান করুক ।
আসসালামু আলাইকুম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url