মুশফিক আর ফারহানের বউ।ফারহানের বাড়ি কোথায়|।মুশফিক আর ফারহান উইকিপিডিয়া
মুশফিক আর ফারহানের বউ।ফারহানের বাড়ি কোথায়|।মুশফিক আর ফারহান উইকিপিডিয়া
জুবান আফরান নিশো অপূর্বর পরে এসেও,ছোট পর্দায় মুশফিক ফারহান যে এভাবে প্রতিষ্ঠিত করতে পারবে ,সেটা কেই বা জানতো।যেই মানুষ টাকে এক সময় কাজে নিতে চাইতো না পরিচালকরা,সেই মানুষটাই এবার ছোট পর্দাকে টপকিয়ে,সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।ফারহানের অভিনয় করতে যাওয়া সেই সিনেমায়,কে হতে যাচ্ছে তার নায়িকা।আর তার এই প্রথম সিনেমার নাম কি রাখা হয়েছে।কবে মুক্তি পাচ্ছে তার এই সিনেমা।তার সবকিছু জানতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন।
মুশফিক আর ফারহানের সেরা ০৫ নাটক |
গানের নামে,,,রাসুলের শানে চরম মিথ্যাচার
মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ ও চিকিৎসা
কেহ কাটে ঝাড়েও বাশঁ কেহ পাকায় দড়ি।
মুশফিক আর ফারহানের বউ।
বর্তমানে মুশফিক ফারহান এখনো অবিবাহিত। তিনি এখনো বিয়ে করেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার জনমতের দিক অনেকটাই বেশি। তিনি খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের ভিতরই নাট্য জগতে খুব ভালো আলোড়ন সৃষ্টি করেছেন। তবে তিনি একটি সাক্ষাৎকারে বলেন যে তিনি খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।
সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।তো চলুন বেশি বকবক না করে শুরু করি আজকের পর্ব।নামকরা পরিচালক তানিম রহমান অংশু পরিচালিতআপকামিং সিনেমা, খেলা হবে।এর মধ্যে প্রথম বারের মতো স্ক্রীন শেয়ার করতেদেখা যাচ্ছে,পরিমনি এবং শবনম বুবলিকে।এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক গড়তেচলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান।টিএম ফিলমস প্রযোজিত সিনেমাটির শুটিং আগামীমাসে ই শুরু হবে।
ফারহানের বাড়ি কোথায়|।
এখন আসল কথা হলো, মুশফিক ফারহান তার প্রথম অভিষেক সিনেমায়,প্রথমবারের মতো পারফর্ম করবেন।এবং তার সহ অভিনেত্রী হিসেবে থাকবেন শবনম বুবলি এবং পরিমনি।দেখা যাক দর্শক তাদের গ্রহণ করে কি না।সামাজিক মাধ্যমে ফারহান বুবলি পরিমনির এই সিনেমা নিয়ে,আলোচনা যখন হয়, তখন এক দর্শক লিখেন।বুবলির সাথে নাটকে মুশফিক ফারহান কে ভালো লাগেনি।সেই ব্যক্তির পার্সোনালি ভালো লাগেনি।বুবলির ক্যারিয়ারের শুরুটা হয়েছিল,সুপারস্টার শাকিব খানের সুপার হিট সিনেমা দিয়ে।
বুবলি এখন অভিনয়ে অনেক বেশি ভালো।বুবলি আরো ভালো কিছুর উপযুক্ত।কিন্তু সবার মত স্রোতে গা ভাসালে,খুবই সমস্যা।তাহলে অপু বিশ্বাস হতে বেশিদিন সময় লাগবেনা।আবার কেউ কেউ বলছে,মুশফিক ফারহান অভিনেতা হিসেবে একদম পারফেক্ট।সিনেমায় তাকে দারুন মানাবে।যেভাবে নাটকে ভালো পারফরমেন্স করে যাচ্ছে।তিনি সিনেমায় গেলে আরও বেশি ভালো পারফরম্যান্স করবে।এখন শুধু সময়ের অপেক্ষা।
মুশফিক আর ফারহান উইকিপিডিয়া
নাট্য জগতের প্রিয় মুখ মুশফিক ফারহান সিনেমারঅঙ্গনে দেখা যাক কতটুকু সফলতা পায়।দর্শকের কাছ থেকে উঠে আসা নানান ধরনেরআলোচনা সমালোচনা সেটা তো থাকবেই।দেখা যাক তিনি দর্শকের সেই কথা ফিরিয়ে দিতে পারেন কি না।আপনারা কি ভাবছেন।ফারহানের সাথে নায়িকা হিসেবে বুবলি পরীমনিকোনটা বেস্ট হবে।
না কি কেয়া পায়েল, তানজিন তিশা, হলে আরেকটু বেশি ভালো হতো।তা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন।আর ফারহানের সিনেমার কথা শুনে আপনার কাছেকেমন লেগেছে তাও আমাদেরকে জানাতে পারেন।তো হ্যালো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তইআশা করি খুব তাড়াতাড়ি নতুন।
সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ।ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।ধন্যবাদ টেক কেয়ার টাটা