মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ ও চিকিৎসা Gum bleeding
মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ ও চিকিৎসা
মুখ থেকে বা মারি থেকে রক্ত পড়ছে
রক্ত পড়লে সম্ভবত আমরা আতঙ্কিত হয়ে যায় হ্যাঁ অবশ্যই এটা আতঙ্কিত হওয়ার মত বিষয় বাট আপনি জানেন কি মাড়ি থেকে রক্ত পড়া এই বিষয়টি হতে পারে আপনার নিতান্তই ব্যক্তিগত কারণ
অথবা অনুরূপের উপসর্গ
সুতরাং আতঙ্ক নয় দরকার সচেতনতা
আর এই সততা মূলক বিষয়ে বলার জন্য
আমি আছি আপনাদের পাশে
প্রথমে আসা যাক
মাড়ি থেকে রক্ত পড়ার কারণ কি
প্রথম এবং প্রধান কারণ হলো
অনেকদিন ধরে যদি কাবার জমতে থাকে মুখে
দাঁতের লেয়ারের মাড়ির ভিতরে
জমতে জমতে দেখা যায় যে একটা সময় শক্ত হয়ে
আস্তে আস্তে ক্যালকুলাসে পরিণত হয়
অর্থাৎ যেটাকে আমরা পাথর বলে জানি
সে পাথরটা যখন মাড়ির লেয়ারে লেয়ারে জমা হয়ে যায়
তখন সেটা শক্ত হয়ে যাওয়ার কারণে
মাড়িটা ফুলে যায়
এবং এই ফুলে থাকার কারণেই
কোন কিছুর আঘাত বা কোন কিছুর স্পর্শতেই
প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে পারে
এছাড়াও দেখা যায় যে বয়স্কদের
মাড়ি থেকে রক্ত পড়ার প্রমতা টা একটু বেশিই দেখা যায়
যারা স্মোকিং করে সিগারেট বিড়ি মদ গাঁজা ইত্যাদি
এছাড়াও যাদের ডায়াবেটিস পেশেন্ট এ সকল পেশেন্টদেরও দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয়
অনেক সময় দেখা যায় যে কোন ডক্টর এর ফল্টের কারণে হতে পারে
এছাড়াও প্রেগনেন্সিতে এক ধরনের জিনজিভাইটিস হয়ে থাকে
এজন্য আমাদেরকে জেনে নিতে হবে কোন কারণে মাড়ি থেকে রক্তকরণ হচ্ছে
এজন্য আমাদের অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার
এখন আসা যাক কিভাবে আমরা এইরূপ থেকে মুক্তি পেতে পারি
বা কিভাবে আমাদের এই প্রবলেমটা সলভ হতে পারে
জিঞ্জিভাইটিস যাতে না হয়
সে ক্ষেত্রে আমাদের অবশ্যই ডেন্টাল ভিজিট করতে হবে
আর বছরে দুইবার কিলিং করতে হবে
যাতে করে মাটিটা ভালো থাকে এবং স্কিলিংয়ে অনেকেই বলে থাকে ক্ষতি হয় কিনা দাঁত লুজ হয়ে যায় কিনা
আরো বিভিন্ন ধরনের কথা বলে থাকে
স্কে লিংকটা করলে
দাঁতের মাড়ি গুলার যে পাথরগুলো তাকে সেগুলো আস্তে আস্তে সরে যায়
সরে গিয়ে নতুন করে মারি ডাকে নতুন করে গড়ে তুলে
তখন মারি গুলা হেলদি এবং শক্ত হয়
অবশ্যই কেউ যদি বছরে দুইবার না করতে পারে একবার হলেও স্কেলিং করা দরকার
