কেহ কাটে ঝাড়েও বাশঁ কেহ পাকায় দড়ি। পরীক্ষিত বালার গান :1 A K Shohel
কেহ কাটে ঝাড়েও বাশঁ কেহ পাকায় দড়ি। পরীক্ষিত বালার গান :1
Singer : পরীক্ষিত বালার
Lyric & Tune :পরীক্ষিত বালার
Music : A K Shohel
Album :কেহ কাটে ঝাড়েও বাশঁ কেহ পাকায় দড়ি
Language : Bengali
Label : A K Shohel Bengali Songs
Songs
কেহ কাটে ঝাড়ের ও বাঁশ ,
কেহ পাকায় দড়ি ।
চার জনাতে কান্দে কইরা ।।
বলবে হরি হরি ।
আরে ( রইল রে তোর সাধেরও ঘরবাড়ি ।।
এই মুখে খাইছো রে মন কিরো দুধ ও ননী ।
এই মুখে খাইছো রে মন কিরো দুধ ও ননী।
সেই না মুখে জাইলা দিবে ।।
জ্বলন্ত অগ্নি ।
রইল রে তোর সাধেরও ঘরবাড়ি ।।
কত কষ্ট কইরা রে মন কইরাছো ঘর বাড়ি ।
কত কষ্ট কইরা রে মন কইরাছো ঘর বাড়ি ।
আগুনে পড়িবে না মাথা ।।
মারবে বাশের বাড়ি ।
রইল রে তোর সাধেরও ঘরবাড়ি ।।
মরলে ভাই কাঁদবে মাসিক দুই ।
বউ কাঁদবে দিন চারি ।
ভাই কাঁদবে মাসিক দুই ।
বউ কাঁদবে দিন চারি ।
মা জননী কান্দিয়া ফেরে ।।
সারা জনম ধরি ।
রইল রে তোর সাধেরও ঘরবাড়ি ।।
কেহ কাটে ঝাড়ের ও বাঁশ ,
কেহ পাকায় দড়ি ।
চার জনাতে কান্দে কইরা ।।
বলবে হরি হরি ।
আরে ( রইল রে তোর সাধেরও ঘরবাড়ি ।।